সজীব বিশ্বাস বড়লেখা উপজেলা প্রতিনিধি;
মৌলভীবাজারের বড়লেখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ( অনূর্ধ্ব) ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যােগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বিকেলে পি.সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র মোঃ আবুল ইমাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর জেরিন সিদ্দিকী।
এছাড়া উপস্থিত ছিলেন ১নং বর্ণী ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আমির উদ্দিন, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, ইউপি সদস্য রাফাত আহমদ, সেলিম উদ্দিন, সাবেক কৃতি ফুট্লার ব্যাংকার আব্দুল কুদ্দুস, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক তাহমিদ ইশাদ রিপন, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, নিরাপদ সড়ক চাই নিরস’চার সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও ক্রীড়া ধারাভাষ্যকার আহমেদ নোমান প্রমুখ।
উদ্বোধনী দিনে বর্ণী ইউনিয়ন ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন অংশ গ্রহন করে।