
সজীব বিশ্বাস বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ ইউনিয়নের রাংগাউটি, কামিলপুর এলাকার ভানবাসী পরিবারকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয় । হাজী আব্দুর রউফ ও আমিরুননেছা খানম ফাউন্ডেশন এবং স্বরলিপি শিল্পী গোষ্ঠী( ফ্রান্স) এর যৌথ উদ্যোগে বানভাসি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী উপহার প্রদানও নগদ অর্থ বিতরণ করা হয়।
২১ জুলাই বৃহস্পতিবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে হাজী আব্দুর রউফ ও আমিরুননেছা ফাউন্ডেশন সফরপুর দক্ষিণ ভাগ এবং স্বলিপি শিল্পি গোষ্ঠী ফ্রান্স এর যৌথ উদ্যোগে তৃতীয় ধাপে বন্যা কবলিত হতদরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান শামীমের সভাপতিত্বে ও বড়লেখা সমাজকর্মি সমন্বয়ক ফোরামের প্রধান সমন্বয়ক মাস্টার জাকির হোসেন, এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত
কৃষি সম্পসারন কর্মকতা হাজী আব্দুর রউফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পৃষ্টপোষক অবসর প্রাপ্ত শিক্ষিকা আমিরুননেছা খানম,। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গাউটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন, সমাজ সেবক আব্দুল লতিফ,
বড়লেখা জুড়ীর (টিম ফর কোভিড ডেথের) প্রতিষ্ঠাতা সভাপতি,
মোঃ শাহাব উদ্দিন, সহ সাধারন সম্পাদক জাহিদ হাসান জাবেদ , কোষাধক্ষ মওলানা খালেদ আহমদ, হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুমক চন্দ্র পাল, সহ এলাকার অনেকে বক্তব্য রাখেন।
আমিরুলনেছা জানান তিনি হাজীআব্দুর রউফ ও আমিরুন নেছা ফাউন্ডেশন নামে একটি মানবসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে জানান।