বিনিত মৌলভীবাজার জেলা প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউপিতে আগামীকাল রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। শনিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ১০টি ইউনিয়নে ৯২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। পাশাপাশি এসব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।