
সাকিব জাহান (মিশু), নীলফামারী প্রতিনিধি।
নীলফামারী ডিমলা সদর উপজেলার বাবুরহাটে এক লিটারের সয়াবিন তেলের বোতলে ৩০০ গ্রাম তেল কম থাকায় তিন বোন প্রোডাক্টের অপূর্ব, চান্দা কোম্পানির ১৫০ লিটার সোয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ই জুলাই) রাত দশটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের অনুমোদনহীন বোদা পঞ্চগড়ের তিন বোন প্রোডাক্টসের অপূর্ব ও চান্দা নামে একটি কোম্পানির মোড়কে কিছু অসাধু ব্যবসায়ী ডিমলা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দোকানদারদের কাছে লিটার প্রতি একশত থেকে একশত পঞ্চাশ টাকা কম মূল্যে সয়াবিন তেল বিক্রি করছিলেন। বোতলের গায়ে এক লিটার লেখা থাকলেও ওজনে ৩০০ গ্রাম তেল কম পাওয়া যায়। ভোক্তাদের পক্ষ থেকে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্দেশে সোয়াবিন তেল গুলো জব্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, বোতলের গায়ে এক লিটার লেখা থাকলেও ওজনে ৩০০ গ্রাম তেল কম রয়েছে। এটি ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বোন প্রোডাক্টের ১৫০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এসব কোম্পানি বিভিন্ন মোড়কে মানহীন, খোলা পামওয়েল তেল লেভেল যুক্ত বোতলে বাজারজাত করে আসছিল। দামে ৫/১০ টাকা কম হওয়ায় গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ এই সব অস্বাস্থ্যকর তেল কিনে প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও নিম্নমানের এসব তেল খাদ্যে ব্যবহারের ফলে পেটের পীড়াসহ নানাবিধ জটিল ও কঠিন অসুখে পরার সমুহ সম্ভাবনা রয়েছে। তাছাড়াও সরকারি অনুমোদন না থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব লাভবান হচ্ছে ব্যক্তিবিশেষ। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মানহীন এসব তেল জব্দ করায় খুশি ডিমলা উপজেলার সাধারণমানুষ।