মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ ডিসেম্বর বেলা ১১টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে ও ডিজিটাল সেবা কেন্দ্রের পার্থ তানভীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, শিক্ষা অফিসার নাজমুন নাহার। উপস্থিত ছিলেন উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটাঃ শ্যামল চন্দ্র দাসসহ অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।