জাহিরুল ইসলাম রনি
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগ নির্মল কর্ম্মকার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।
আটককৃত নির্ম্মল কর্ম্মকার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ কামারপাড়া গ্রামের নরেশ কর্ম্মকারের ছেলে৷
বুধবার (৬জুলাই) সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়৷
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে তার নিজের কামারের দোকানে থাকা অবস্থায় তার ড্রাইভারদের সাথে কথা বলার এক পর্যায়ে উচ্চ স্বরে মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।
মহানবীর চরিত্র নিয়ে কুটুক্তি কথা বলেন৷ পরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।
পরে একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নির্ম্মল কর্ম্মকার কে আটক করে নিয়ে যায় সদর থানা পুলিশ৷
এ বিষয়য়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন যানান, তার ড্রাইভারের সাথে কথা বলার এক পর্যায়ে সে মহানবীকে নিয়ে কটুক্তি করেন৷ এতে স্থানীয় মুসলমানদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাকে আটক করা হয়৷ আটকের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে যানান তিনি।