মাটিরাঙ্গাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ৫লাখ টাকা বিতরন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ১২জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ৫লাখ ৩০ হাজার টাকার ঋন বিতরণ করেছেন মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

রোববার (৩ জুলাই ২০২২ইং ) মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) কার্যালয়ে ২০২২-২০২৩ অর্থবছরের এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:হুমায়ুন কবির পাটোয়ারী।

এতে উপস্থিত ছিলেন বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:রহমত উল্লাহ মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো:মুজিবুর রহমান ভূইঁয়া, বেলছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার মো:আমির হোসেন, বেলছড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী পল্লীউন্নয়ন সমিতির সভাপতি মো:ছিদ্দিকুর রহমান সজিব প্রমুখ।

মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মকাণ্ডের মাধ্যমে মাটিরাঙ্গা উপজেলার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর ক্ষুদ্র ঋণ বিতরণ করা হচ্ছে । বিআরডিবি থেকে ক্ষুদ্র ঋণ ও আয় বর্ধনমূলক প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাটিরাঙ্গা উপজেলার প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সমিতির কার্যক্রমন ভালভাবে চলছে বলে জানান তিনি।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -