হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে গাঁজা ও ভারতীয় মদসহ আনোয়ার আলী (৩৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ১৬ বোতল ভারতীয় মদসহ আনোয়ারকে আটক করে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাটি জব্দ করেছে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।