মাধবপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় হেলেনা বেগম (৫০) নামের এক অটোরিকশা যাত্রী নিহত।
সে মাধবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর গ্রামের আজিজ মিয়ার স্ত্রী।
রবিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা বাসস্ট্যান্ড কিবরিয়া চত্বরে সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাসস্ট্যান্ডে কিবরিয়া চত্বরে সামনে সিলেটগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট- ১৪- ১১৫৮) গাড়িটি স্ট্যান্ডে দাড়ানো বাসকে অতিক্রম করতে গেলে মিশুক অটোরিকশাটি মাঝখানে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশা যাত্রী ও চালকসহ গুরুতর আহত হয়।
এমতাবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলেনা নামে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।অপরদিকে অটোরিকশা চালক পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার আলীনগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে আহত নূর আলম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় আছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশের ওসি মোঃ মাঈনুল ইসলাম ভূঁইয়া সড়ক দুর্ঘটনা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -