মাধবপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা আহত ও স্বামী নিহত!

0
49
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন প্রধান শিক্ষিকা আহত ও তাঁর স্বামী নিহত হয়েছেন।
আজ রবিবার বিকাল বিকালের দিকে ঢাকা সিলেট মহাসড়কের হাইওয়ে ইন হোটেলের নিকট একটি দূতগ্রামী দুর পাল্লার বাসের ধাক্কা মোটর সাইকেল আরোহী আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন ও তাঁর স্বামী আবদুল হামিদ দুর্ঘটনার শিকার হন। এতে প্রধান শিক্ষিকা গুরুতর আহত হন ও তাঁর স্বামী আবদুল হামিদ নিহত হন। আহত প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সিলেটে নেওয়া হচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আজ বিকেলে আন্দিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন ও তাঁর স্বামী মাধবপুর উপজেলা শিক্ষা অফিসের কাজ সেরে মোটরসাইকেল যোগে আন্দিউড়া যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের হাইওয়ে ইন হোটেল এর নিকটে দুরপাল্লার বাসের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। এতে প্রধান শিক্ষিকার স্বামী আবদুল হামিদ (৫৫) ঘটনাস্থলেই নিহত হন ও প্রধান শিক্ষিকাকে উন্নত  চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হচ্ছে।
মোটরসাইকেল দুর্ঘটনা নিহত আব্দুল হামিদ মধ্য আন্দিউড়া গ্রামের মোঃ রহমত আলীর ছেলে।