মোহাম্মদ শাহজাহান মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।আজ ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মাধবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব দেবী চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মনজুর আহসান, উপজেলা নির্বাহী অফিসার, মাধবপুর। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব প্রিয়াঙ্কা পাল, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ; জনাব রকিবুল ইসলাম খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধবপুর থানাসহ স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, ইমাম সমাজের প্রতিনিধি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় জেলা প্রশাসক মাধবপুর উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে নির্দেশনা প্রদান করেন।