Logo
বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আঞ্চলিক খবর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইতিহাস ও ঐতিহ্য
  8. উন্নয়ণ
  9. করোনা
  10. কৃষিবার্তা
  11. ক্যাম্পাস বার্তা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গণমাধ্যম
  15. গল্প ও কবিতা

মানিকগঞ্জ-১ আসনে জনতার নেতা হিসেবে পরিচিত পেয়েছেন এস এম জাহিদ 

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৬:৩০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ প্রতিনিধি: 

 মানিকগঞ্জ,-১ ঘিওর, দৌলতপুর,শিবালয় উপজেলার  -তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ ভোটারসহ সর্বস্তরের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাছে জোড় দাবি জানিয়েছেন   জনপ্রিয়তার শীর্ষে থাকা এস এম জাহিদ  কে যেন নৌকার মনোনয়ন দেয়া হয় ।  

নির্বাচন অফিস সূত্রে জানা যায়,   ৩টি উপজেলায় ২২টি ইউনিয়নে মোট খসড়া ভোটার সংখ্যা-৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৮ জন । ২০০৬ সালের আগে বি এন পির দখলে থাকা  এ আসনটি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর হাতছাড়া হয়ে যায় ।  এ-র পর ৩ বার ক্ষমতাসীন দল আওয়ামীলীগ এ আসনটি দখলে রাখে । তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তৃণমূল  আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী গ্রাম-গঞ্জে,হাট বাজারে,চায়ের দোকান,ওরশ মোবারক,ইসলামী সভা, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যাপক গণসংযোগ কর্মীসভা, সুধী সমাবেশ করছেন মনোনয়ন প্রত্যাশী এস এম জাহিদ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ  জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, দৌলতপুর উপজেলার বাগুটিয়া ইউনিয়নের  কৃতি সন্তান,  এস এম জাহিদ বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান  করছেন   বলে মনে করেন, তৃণমূল আওয়ামীলীগ ও সাধারণ ভোটাররা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি , সুশীল সমাজের লোকজন।  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জিং বলে মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।নেতাকর্মীরা বলেন  এমপি হিসেবে, বিজয়ী করতে হলে এসএম জাহিদকে নৌকার মনোনয়ন দিতে হবে তা না হলে এই আসনে নৌকার ভরাডুবি হবে।   

 দৌলতপুর সদর চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এস এম শফিকুল ইসলাম শফিক বলেন এস এম জাহিদ ভাই  কে  নৌকা প্রতীকে  মনোনয়ন দেওয়া হলে  শত ভাগ নিশ্চিত আওয়ামী লীগ এই আসনটি পাবে। এই আসনে দলমত নির্বিশেষে জাহিদ ভাইয়ের জনপ্রিয়তা আকাশচুম্বী। তাকে বাদ দিয়ে বিকল্প কাউকে মনোনয়ন দিলে নৌকার পরাজয় নিশ্চিত।  

রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদুল হাসান সুমন  জানিয়েছেন,এস এম জাহিদ ভাই কে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশ ও জনগণের কল্যাণে, বর্তমান  সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড  অব্যাহত রাখতে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে নৌকার মাঝি হিসেবে তার বিকল্প নেই।  সাধারণ মানুষ অধীর আগ্রহে আছে একটি করে ভোট দিয়ে এসএম জাহিদ ভাই  কে বিজয়ী করবেন । 

কামরুজ্জামান নাঈম বলেন এসএম জাহিদ এমপি হলে আমলা তান্ত্রিক জটিলতা এবং  রাজনৈতিক নামধারী চিনহিত ঘুষ খোর দুর্নীতি বাজরা কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন । 

পশ্চিম মানিকগঞ্জের আওয়ামী লীগের এমপি,  হিসেবে আগামীতে এসএম জাহিদের , মতো ত্যাগী, পরীক্ষিত  ও সংগ্রামী এবং জনগণের কল্যাণে নিবেদিত  নেতার বড়োই প্রয়োজন আছে বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন এস এম জাহিদ ভাই  কে মনোনয়ন দেওয়া হলে জননেত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরা মূল্যায়ন পাবে।

সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুজ্জামান  রনি বলেন তরুণ প্রজন্মের অহংকার রাজনীতিতে যার দক্ষতা নেতা কর্মীর সাথে যার আত্মার সম্পর্ক তিনি এস এম জাহিদ তাকে যেন নৌকার মনোনয়ন দেওয়া হয়।  শিবালয় উপজেলা আওয়ামীলীগ নেতা মিজান খন্দকার বলেন এস এম জাহিদ , চর অঞ্চলের সন্তান। ভোটের রাজনীতিতে  একটা বড় ভূমিকা পালন করে চর অঞ্চলের ভোটাররা ।তাই এস এম জাহিদ ভাই কে আমরা নৌকার প্রার্থী হিসেবে চাই।

সর্বশেষ - অপরাধ