জসিম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
চতুর্থ ধাপে ২৬ডিসেম্বর অনুষ্টিত খাগড়াছড়ি জেলার মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করার জন্য নির্বাচনি প্রশিক্ষক ইন্সটিটিউট (ঢাকা) এর বাস্তবায়নে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ৩দিন ব্যাপি (৮ডিসেম্বর বুধবার ও শুক্রবার ১০ ডিসেম্বর ) প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান।
বুধবার( ৮ডিসেম্বর ২০২১ইং)সকালের দিকে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রিজাইটিং অফিসার, সহকারি প্রিজাইটিং, পোলিং অফিসারসহ মোট ৫০জন কর্মকর্তা কর্মচারী এ কর্মশালায় অংশগ্রহন করেন।
নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনসহ প্রতিদ্বদ্বি প্রার্থীদের সঙ্গে আচরণ-বিধি প্রতিপালন’ ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন ও ভোটদান প্রক্রিয়া সম্পর্কিত কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছেন খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান।