
স্বাধীন নিউজ ডেস্ক
ক্ষমা চেয়েছেন পদত্যাগপত্র পাঠানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৫ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে ক্ষমা চান তিনি।
তিনি লিখেন, আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।
তিনি আরও লিখেন, মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অসৌজন্যমূলক কথা বলেন। এছাড়াও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার একটি অশ্লীল ফোনালাপ ফাঁস হয়। এরপর থেকেই তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং বিভিন্ন মহলে তার শাস্তির দাবি ওঠে।