মিরসরাইয়ে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

0
4

প্রতিবেদক- মোঃ সালাউদ্দিন রাসেল (মিরসরাই) প্রতিনিধি

মিরসরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শাখার ত্রি- বার্ষিক সম্মেলন শনিবার (১৬.০৯.২০২৩ইং) বিকেল ৩ ঘটিকায় মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে৷ এতে জেলা, উপজেলা ও ১১ নং মঘাদিয়া ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনের উদ্ভোদন করেন মিরসরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

উদ্ভোদন শেষে আলোচনা সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিয়াজ এবং মিরসরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মামুন উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, সদস্য নুরুল গনি, হাজী বেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম সেলিম, গিয়াস উদ্দিন এবং মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ ফরায়েজি রাজু, মোঃ সালাউদ্দিন রাসেল ও রেজাউল করিম সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, মিরসরাই এখন স্বর্ণের খনি। বিশ্বের বিভিন্ন দেশ মিরসরাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। কারণ এখানে গড়ে উঠছে এশিয়ার বৃহৎ পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল। তাঁরা এখানে হাজার হাজার ডলার বিনিয়োগ করছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জন্য। বিএনপি-জামায়াত যদি আবার ক্ষমতায় আসে তাহলে উন্নয়ন তো দূরের কথা, এদেশে অগ্নি-সন্ত্রাস চালাবে। তিনি আরো বলেন, মিরসরাইকে অপশক্তির হাতে তুলে দেয়া যাবে না। হাইব্রিড বিএনপি জামাতের লোকজন দলে প্রবেশ করে বিশৃংখলা সৃষ্টি করছে। তাদের চিহিৃত করতে হবে, কিছুতেই তাদের সুযোগ দেওয়া যাবে না। জাতীয় সংসদ নির্বাচন বেশি দূরে নেই, আমাদের এখনই ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে জয়ী করার জন্য কাজ করতে হবে।