মুক্তিযুদ্ধ মঞ্চ কুমারখালী পৌর শাখার উদ্যোগে পালিত হলো মুক্তিযুদ্ধ মঞ্চ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী।গতকাল ৪ঠা অক্টোবর বিকাল ৪টায় কুমারখালী পৌর কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করেন পৌর শাখার নেতাকর্মীরা।
হৃদয় কৃষ্ণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমারখালী পৌর কমিটির সভাপতি রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ কারিউল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির পৌর শাখার সাধারন সম্পাদক রাজীব কুমার সাহা, সিঃ সহ-সভাপতি সুকুমার ভৈামিক, সহ-সভাপতি মোঃ আমিন শেখ, যুগ্ম সাধারন সম্পাদক আকাশ হোসেন, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন ফারাবী সহ সংগঠনের সকল নেতা কর্মীবৃন্দ।
২০১৮ সালে যখন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন শুরু হয় তখন তা বাতিল না করে বহাল রাখার জন্য এবং “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার”- এই লক্ষ্যে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এরপর থেকে সংগঠনটি সারা বাংলাদেশের সকল অপশক্তির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি গ্রহণ করে। এভাবে তারা সারা বাংলাদেশের তৃনমূল পর্যায় পর্যন্ত সংগঠনটির বিস্তৃতি ঘটায়।
বক্তব্য দিচ্ছেন সভাপতি মোঃ রাশেদুল ইসলাম
সভাপতির বক্তব্যে রাশেদুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, প্রজন্মদের সম্মান রক্ষার্থে ও অধিকার আদায়ে সব সময় কাজ করে যাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। কোন অপশক্তই মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্মদের নৈতিক অধিকারগুলো থেকে বঞ্চিত করতে যেন না পারে সে লক্ষ্যেও কাজ করে যাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এছাড়াও সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত আছে এই সংগঠনটি।”
এর মাঝে মুক্তিযুদ্ধের উপর নিজের লেখা দুইটি কবিতা আবৃতি করেন জনপ্রিয় কবি ও লেখক কবি পাগল চাঁদ খ্যাত মোঃ চাঁদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কারিউল ইসলাম বলেন, “বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে বুকে ধারন ও বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে চলছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর সৈনিকদের নৈতিক অধিকারগুলো বাস্তবায়নের জন্য আন্দোলন এবং তাদের বিভিন্ন সামাজিক কর্মকান্ড প্রশংসনীয়। তিনি সংগঠনের সফলতা কামনা করেন এবং সংগঠনটির অগ্রযাত্রার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।”
আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে কেক কাটার মাধ্যমে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুমারখালী পৌর শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।