মুখরিত খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলো

স্বাধীন নিউজ ডেস্ক

ঈদুল আজহার ছুটিতে পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে রূপের পাহাড় ঝর্ণা-ঝিরি খ্যাত পর্যটনের সম্ভাবনাময় জনপদ খাগড়াছড়ি। মঙ্গলাবার (১২ জুলাই) এ অঞ্চলের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকদের বেশি দেখা যায়। সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েকদিনে বাইরের পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে।

খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদ পার্ক (হর্টিকালচার সেন্টার) ও রিছাং ঝর্নাসহ সবকটি পর্যটনকেন্দ্র পর্যটকের আগমনে পরিপূর্ণ। তবে সবকিছুকে ছাপিয়ে নান্দনিকতার ছোঁয়ায় পর্যটকদের টানছে বদলে যাওয়া আলুটিলা পর্যটনকেন্দ্র। আলুটিলার লাভ ব্রিজ ও নন্দন পার্ক যাচ্ছেন অনেকেই।

এদিকে, রাঙামাটির সাজেক ভ্যালিতে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। আগামী দু-তিনদিন সেখানেও পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে কথা হয় চট্টগ্রাম থেকে আসা ব্যবসায়ী মাসুদ চৌধূরীর সঙ্গে। তিনি বলেন, নানা ব্যস্ততায় দীর্ঘদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ঈদ উপক্ষে এখানে সৌন্দর্য উপভোগ করতে এসেছি।

আলুটিলা পর্যটনকেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র দেব ত্রিপুরা বলেন, এবারের ঈদে অন্যান্যবারের চেয়ে অনেক বেশি পর্যটক এসেছে আলুটিলা পর্যটনকেন্দ্র। ঈদের দিন থেকে হাজার হাজার পর্যটক আসছেন এখানে।

ঈদের দিন ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকদের উপস্থিতি কম থাকলেও এখন তা বাড়তে শুরু করছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির হোটেল ব্যবসায়ীরা।

এদিকে, বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিষ্ট পুলিশের সদস্যরা। ইউনিফর্ম ছাড়াও সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন তারা।

খাগড়াছড়ি টুরিষ্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বলেন, ঈদ উপলক্ষে খাগড়াছড়িতে পর্যটকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। সব পর্যটনকেন্দ্রে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -