মোঃ শফিকুল ইসলাম ( মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি)
মুন্সিগঞ্জ সদর উপজেলার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা বেসরকারিভাবে নির্বাচিত হলেন,
১.চরকেওয়ার ইউনিয়নে মো: আফছার উদ্দিন ভূইয়া (নৌকা)
২. মোল্লাকান্দি ইউনিয়নে রিপন হোসেন পাটোয়ারি (নৌকা),
৩.বাংলাবাজার ইউনিয়নে মো.সোহরাব হোসেন পীর (নৌকা),
৪.শিলই ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী মো: পারভেজ মৃধা ( আনারস),
৫.আধারা ইউনিয়নে মো. সোহরাব হোসেন বেপারি (নৌকা),
৬. মহাকালী ইউনিয়নে শহিদুল ইসলাম (নৌকা )
৭. বজ্রযোগনী ইউনিয়নে মো. তোতা মিয়া মুন্সী স্বতন্ত্রপ্রার্থী ( আনারস),
৮. পঞ্চসার ইউনিয়নে হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা ( আনারস) ,
৯. রামপাল ইউনিয়নে মো.বাচ্চু শেখ স্বতন্ত্র ( ঘোড়া)।