
ফারিয়াজ ফাহিম
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া এলাকার রাস্তাটি এখন জনসাধারণের জন্য নয়, যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনায় পড়ছে পথচারী ও সাধারণ যানবাহন। এ রাস্তা দিয়ে যান চলাচল করা তো দূরের কথা। পায়ে হেঁটে যাওয়াও কষ্টসাধ্য। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ। এ রাস্তা সংস্কার না হওয়ায় পণ্য পরিবহনেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এলাকাবাসীর দাবির মুখে জনপ্রতিনিধিদের বারবার প্রতিশ্রম্নতি পাওয়ার পরও দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রাস্তাটিতে। বর্ষার পানিতে ডুবে থাকায় রাস্তায় বিশাল—বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। যার জন্য ঘটতে পারে যে কোন সময় বড় দুর্ঘটনা। প্রতিদিন গর্তের মধ্যে আটকা পড়ছে, এর ফলে দেখা দিয়েছে জনসাধারণের ভোগান্তি। কখনো যাত্রীবাহী গাড়ি উল্টে ঘটছে দুর্ঘটনা, যাত্রীরা ভয়ে গাড়ী থেকে নেমে হেটে যাচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির কাজ না হওয়ায় বর্তমানে স্থানে—স্থানে ভেঙে এত বেশি পরিমাণ গর্ত সৃষ্টি হয়েছে যে, গাড়ি চলাচল করতে নানা ধরণের অসুবিধা সৃষ্টি হচ্ছে। এছাড়া বিভিন্ন স্কুল—কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ করতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ রাস্তা দিয়ে বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ ও বয়স্ক লোকজনের যাতায়াত অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
চান্দের হাওড়া এলাকার জন সাধারণরা বলেন, দেশ ডিজিটাল হয়েছে কিন্তু আমাদের এ রাস্তা এখনো ডিজিটাল হয় নাই। দ্রুত সময়ের মধ্যে জহুরুলের মোড থেকে চান্দের হাওড়া বাজার পর্যন্ত এ রাস্তাটি সংস্কার চাই।।