মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

0
33
ফারিয়াজ ফাহিম 
স্বাধীন নিউজ,জামালপুর প্রতিনিধি।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায়  পালিত হয়েছে ।
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাজীপুর বাজারে অস্থায়ী দলীয় কার্যলয়ে  এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি মোঃ জামিনুর ইসলাম তালুকদারের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহমেদ চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রোকনের সঞ্চলনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ এম এ মান্নান খান, সাধারন সম্পাদক হাফিজুর রহমান স্বপন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য আলহাজ্ব নাজমুল হক বাবু,
সহ সভাপতি মহির উদ্দিন তালুকদার, আইন বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন মহান, শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজ।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী  সহ সভাপতি আবু বকর সিদ্দিকী,ওয়ারেছ আহমেদ,  যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন কাঞ্চন ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মাবিয়া আক্তার রিক্তা,যুবলীগের সাধারণ সম্পাদক জাকিউল মিলন, ছাত্র লীগের সভাপতি গোলাম মোস্তফাসহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।।