
স্বাধীন নিউজ ডেস্ক
পঞ্চমবারের চেষ্টায় নাটকীয় ফাইনাল শেষে অধরা বিশ্বকাপ জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
তবে টিভি পর্দায় একদম শেষ পর্যন্ত চোখ রাখলে হয়তো খেয়াল করেছেন বিশ্বকাপ ট্রফি নেওয়ার আগে মেসিকে কালো রঙের একটি আলখাল্লা পড়িয়ে দেওয়া হয়েছিল।
কিন্তু কেন বা কি কারণে মেসিকে এই বিশেষ পোশাক পড়ানো হলো, সেটা কী জানেন? আসলে মেসিকে সম্মান দেওয়ার জন্যই এই পোশাক পড়ানো হয়েছিল।
পোশাকটির স্থানীয় নাম ‘বিশট’। কাতারে এই পোশাকটি প্রশংসা ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
কাতারের রাজনীতিবিদ, সম্পদশালী ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকতারা এই পোশাক পরিধান করেন। এছাড়া বিভিন্ন ধর্মীয় ও বিয়ের অনুষ্ঠানেও এই প্রশাক পরার প্রচলন রয়েছে।
তন্ত দিয়ে তৈরি হয় ‘বিশট’ নামের এই দীর্ঘ আলখাল্লা। এটির পাড়গুলোতে ব্যবহার করা হয় খাঁটি স্বর্ণ।
মূলত মেসিকে রাজকীয় সম্মান দেওয়ার উদ্দেশ্যেই এই আলখাল্লা পরিয়ে দেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। ট্রফি হাতে ওই পোশাক পরিধান করেই চ্যাম্পিয়ন মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরেছেন মেসি।
তবে পরবর্তীতে অবশ্য মেসির গায়ে ওই পোশাক দেখা যায়নি। তখন শুধু ম্যাচ জার্সিই পরে ছিলেন।
এর আগে নাটকীয় ম্যাচে নির্ধারিত সময়ে ফ্রান্সের বিপক্ষে ৩-৩ গোলের ব্যবধানে ড্র করেছিল আর্জেন্টিনা।
এরপর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর বিশ্বকাপ জয়ের উল্লাসে মাতে লিওনেল মেসির দল।