
স্বাধীন নিউজ ডেস্ক!
জানা যাচ্ছে মেসি পিএসজির পরের তিনটি ম্যাচই মিস করবেন। ২৮ ডিসেম্বর স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচ, তারপর ১ জানুয়ারি লেঁস এবং ৬ জানুয়ারি খেলবে চতুরেক্সের বিপক্ষে খেলবে পিএসজি। তবে আশা করা হচ্ছে, ১১ জানুয়ারি প্যারিসে ফিরবেন মেসি।
ওয়েব ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup 2022) টানটান লড়াইয়ের পর আবারও শুরু হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) খেলা। এরই মধ্যে প্যারিস সেন্ট জার্মেইয়ের (PSG) অনুশীলনে এবং তারপর খেলার মাঠে-যোগ দিয়েছেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে এবং ব্রাজিল সুপারস্টার নেইমার।
তবে বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি তিনি অনুপস্থিত! এমবাপে-নেইমারের সঙ্গে এদিন দেখা মিলল না আরও এক ফুটবল তারকার। সূত্রের খবর এখনও বাড়িতেই রয়েছে মেসি ফ্যামিলির সাথে সুন্দর সময় উপভোগ করছেন তিনি।
জানা যাচ্ছে মেসি পিএসজির পরের তিনটি ম্যাচই মিস করবেন। ২৮ ডিসেম্বর স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচ, তারপর ১ জানুয়ারি লেঁস এবং ৬ জানুয়ারি খেলবে চতুরেক্সের বিপক্ষে খেলবে পিএসজি। তবে আশা করা হচ্ছে, ১১ জানুয়ারি প্যারিসে ফিরবেন মেসি।
পয়েন্টে তালিকার কথা বললে লিগ ওয়ানে ১৫ ম্যাচ শেষে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ১৩ জয় আর ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৪১। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেঁস।
বিশ্বকাপের ৪৫ দিনের বিরতির পর আবারও জর কদমে শুরু হয়েছে ফরাসি লিগ ওয়ান। বুধবার রাতে পিএসজিকে মাঠে নামতে দেখা গেল। বিশ্বকাপ বিরতির পর মেসিকে ছাড়াই বুধবার রাতে স্ট্রসবার্গের বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
আর এই ম্যাচেই অভিনয়ের জন্য লাল কার্ড দেখতে হয় ব্রাজিল স্টার নেইমারকে, পর পর দুটো হলুদ কার্ড যার কারণে লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। কিন্তু নেইমারের লাল কার্ড সত্ত্বেও ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে ২-১ গোলে জয় পেয়েছে পিএসজি।
শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে জয় এনে দেন কিলিয়ান এমবাপে। কিন্তু ভক্তরা মিস করলেন মেসিকে। কাতার থেকে বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনায় ফেরার পর আরও বেশ কিছুদিন ছুটিতেই থাকতে চান সবার পছন্দের তারকা ফুটবলার মেসি।