জেলা প্রতিনিধি (নেত্রকোনা)
গতকাল ২০ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৪.৩০ মিনিটের দিকে নেত্রকোণা মডেল থানাধীন বাহিরচাপড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় একজন নারী ফটো সাংবাদিক নিহতের ঘটনা ঘটে। পরবর্তীতে নিহতের মেয়ে তানজিলা আক্তার মীম(১৯) এর অভিযোগের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইনে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের নামে একটি মামলা রুজু করা হয়। মামলা নং- ৩১,
মামলা রুজু পরে মোঃ ফয়েজ আহমেদ পুলিশ সুপার নেত্রকোণা উক্ত মামলার জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন পুলিশকে।
এর পরিপ্রেক্ষিতে আসামী সনাক্তের চেষ্টা ও গ্রেফতারে মাঠে নামে নেত্রকোণা মডেল থানার একটি চৌকস টীম।তথ্য প্রযুক্তির সহায়তায় সনাক্ত করা হয় আসামিকে।
অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই ফরিদ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অদ্য ২১ সেপ্টেম্বর ভোর ৬ টার দিকে উক্ত ঘটনায় জড়িত মোঃ জাবির মিয়া (জাভেদ )(৩৫), পিতা- মৃত আব্দুল খালেক তালুকদার, গ্রাম নাড়িয়াপাড়া, রাজুর বাজার, থানা ও জেলা- নেত্রকোণাকে গাজীপুর জেলার শ্রীপুর থানার সালনা এলাকা থেকে গ্রেফতার করেন।