মোড়েলগঞ্জ উপজেলার আঞ্চলিক মহাসড়কের নলবুনিয়া খালের উপর আতঙ্কের বেইলি ব্রিজ যুগের অবসান হচ্ছে।

শরনখোলা থানা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার সাথে মোড়েলগঞ্জ উপজেলাসহ সারা বাংলাদেশের সাথে যোগাযোগ কারি একমাত্র আঞ্চলিক মহাসড়কের শরনখোলা উপজেলার নলবুনিয়া খালের উপর মানুষের আতংক ছিলো বেইলি ব্রিজ। এই ব্রিজে উঠতে এবং নামতে গিয়ে শরনখোলা উপজেলা থেকে দূর-দূরান্তে যাতায়াতকারী অনেক পরিবহন, যাত্রীবাহী গাড়ি,মালামাল বহনকারী বড় বড় ট্রাক, পিকআপ,ইজিবাইক, ভ্যানগাড়ি,
মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন দুর্ঘটনার শিকার হয়। ব্রিজে উঠতে গিয়ে অনেক গাড়ি নিচে পড়ে যাতায়াতকারী যাত্রীরা আহত ও নিহত হন। মানুষের আতঙ্ক ছিল নলবুনিয়া বেইলি ব্রিজ। বেইলি ব্রিজে যাতায়াতকারী যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এখানে একটি আধুনিক টেকসই মানের কংক্রিটের ব্রিজ হবে।যাতায়াতকারী মানুষের সমস্যা বুঝতে পেরে বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবং আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন নলবুনিয়া সহ অনন্য ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের স্থান পরিদর্শন করেন। পরে তিনি সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারকদের সাথে এবং বিভিন্ন সরকারি দপ্তরে অনেক পরিশ্রম করে শরনখোলা ও মোরেলগঞ্জ উপজেলার যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ ব্রিজ রয়েছে সেখানে আধুনিক টেকসই মানের কংক্রিটের ব্রিজের কাজ এনেছেন।এখন ঝুঁকিপূর্ণ যায়গায় ব্রিজের কাজ শুরু হয়েছে। ব্রিজের কাজ শুরু হওয়ায় যাতায়াতকারী যাত্রী,এলাকাবাসী অনেক খুশি হয়েছে।২নং খোন্তাকাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং শরনখোলা উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর তালুকদার ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে।ব্রিজে কর্মরত শ্রমিক মোঃ মাসুদ মিয়া জানান এই ব্রিজের কাজ পেয়েছেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজ ভাইয়ের ঠিকাদারী প্রতিষ্ঠান।তিনি আরো জানান পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই ব্রিজের কাজ শেষ হবে এবং গাড়ী সহ অন্যান্য যানবাহন চলাচল করবে।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -