
মোঃ মেহেদী হাসান নিয়াজ:
দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
মিছিল শেষে শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, সহ-সভাপতি মাহমুদ আলী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন দুলাল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, ছাত্রলীগ সভাপতি মহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ বক্তব্য রাখেন।