মোঃ মেহেদী হাসান নিয়াজ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক) মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্তরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. শাহ-ই আলম বাচ্চু।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দুদক উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মাদ রুহুল আমীন খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল ও জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন দুদক উপজেলা শাখার সহসভাপতি এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম মাসুম, মো. ফারুক শরীফ, শিক্ষক তপন কুমার মিস্ত্রী ও মারজান খানম। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গার্লস গাইড, রোভার স্কাউটস সদস্যসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহন করেন।