মোঃ মেহেদী হাসান নিয়াজ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে রবিউল ইসলাম হাওলাদার(২০) নামে এক যুবককে ১১৫০ পিচ
ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(১৮ সেপ্টেম্বর) বিকেল ৬ টার দিকে ঘষিয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রামপাল উপজেলার ডালিপাড়া গ্রামের শাহালম হাওলাদারের ছেলে রবিউল একজন পেশাদার মাদক বিক্রেতা বলে থানা পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান রাত ৮ টায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মোরেলগঞ্জ থেকে ইয়াবার একটি চালান নিয়ে এক যুবক বাগেরহাটের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রবিউলকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্বাধীন নিউজ কার্যালয় : : ঢাকা : ৯৫/৩ দক্ষিণ মাদারটেক,বাসাবো,সবুজবাগ, ঢাকা - ১২১৪ মোবাইলঃ +880 1813151853
চট্টগ্রাম : আগ্রাবাদ বড়পোল নিউমুরিং আ/এ বন্দর চট্টগ্রাম। মোবাইল নাম্বার 01814200066, 01871427770,
ই-মেইলঃ info@swadhinnews.com
© Swadhin News 2022