বিনোদন রিপোর্ট
যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু
অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর আর সংসার জীবনের ৮ বছরের মাথায় এসে জোড়া সুখবর দিলেন সুমাইয়া শিমু। ৮ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যমজ পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী। গুলশানের বাসায় মা ও দুই নবজাতক ভালো আছেন।
রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এমনটাই নিশ্চিত করেছেন শিমুর ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরী।
সুমাইয়া শিমু
২০১৫ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শিমু। এরপর থেকে অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দেন। এরপর ২০১৭ সালে রিলিফ ইন্টারন্যাশনাল-এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেন শিমু। এরপর ২০২২ সালে নারীদের জন্য কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য ‘বেটার ফিউচার ফর ওমেন’ নামে একটি সংস্থা চালু করেছেন তিনি। কর্মহীন ও মানবেতর জীবন কাটাচ্ছেন এ রকম নারীদের সহযোগিতায় সংস্থাটি কাজ করে।
সুমাইয়া শিমু
অরণ্য আনোয়ার পরিচালিত ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে মডেল শিমুর অভিনয়ে পথচলা শুরু হয়েছিল। ১৯৯৮ সালে কাজ করা ওই নাটকটি প্রচার হয়েছিল ১৯৯৯ সালে। এরপর শতাধিক একক ও ধারাবাহিক নাটকে প্রশংসার সঙ্গে কাজ করেন শিমু।