যুব সমাজকে স্বাবলম্বী করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে

 

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

যুব সমাজকে স্বাবলম্বী করতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

রবিবার সকালে সাভারের আশুলিয়ার জিরানী এলাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে প্রমিলা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। জাতীয় দলের খেলোয়াড়দের জীবনমান উন্নয়নে সরকার সব কিছুই করে যাচ্ছে।

এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করায় বিকেএসপির পক্ষ থেকে তাকে সম্মাননা দেয়া হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হকসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -