
স্বাধীন নিউজ ডেস্ক!
মুম্বাইঃ রণবীর কাপুর এবং আলিয়া ভাটের একমাত্র কন্যা রাহার ছবির প্রকাশ্যে। তবে একরত্তির ঝলক মিললেও তার মুখ দেখা গেল না।
সম্প্রতি মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন রণবীর এবং আলিয়া। আর তখনই পাপারাত্জির ক্যামেরায় লেন্সবন্দি হলেন তাঁরা। নায়ক-নায়িকার পরনে ছিল কালো পোশাক।

মেয়েকে অতি সন্তর্পণে আগলে রেখেছিলেন দু’জনেই। পাপারাত্জির কল্যাণেই আপাতত তিন জনের ছবি নেটমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। তবে ‘রালিয়া’-র সন্তানের মুখ তাঁরা প্রকাশ্যে আনেননি। ছবিতে একরত্তির মুখের উপর একটি ইমোজি বসিয়ে দেওয়া হয়েছে।
জন্মের পর থেকে মেয়ে রাহাকে আড়ালেই রেখেছেন রাহা। কাপুর না ভাট, কোন পরিবারের বৈশিষ্ট্য তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, একরত্তি কি দুষ্টু নাকি শান্ত, কত কত প্রশ্ন অনুরাগীদের মনে।
কিন্তু সে সব প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে। রণবীর-আলিয়া সিদ্ধান্ত নিয়েছেন, এখনই মেয়েকে জনসমক্ষে আনতে চান না তাঁরা।
গত বছরের এপ্রিল মাসে রণবীর-আলিয়ার চার হাত এক হয়। ৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। আপাতত একরত্তিকে ঘিরেই দিন কাটছে নায়ক-নায়িকার। পাশাপাশি কাজও করছেন তাঁরা।