রমজাননগরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জি,এম,আমিনুর রহমান স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে: 
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ জুলাই) বিকালে ৬নং রমজাননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলার সোনাখালী-পাতড়াখোলা বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ১৪টি ঘোড়া অংশ নেয়। এর মধ্যে যশোর জেলার অভয়নগর উপজেলার ঘোড়া সোওয়ারি প্রথম স্থান অধিকার করে।
এই ঘোড়া দৌড় দেখতে দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও স্থানীয় যানবাহনে চড়ে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু সোনাখালী-পাতড়াখোলা বিলে উপস্থিত হন।
পরে রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাসসহ অন্যান্য অতিথিবৃন্দ ঘোড়া দৌড়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -