
জি,এম,আমিনুর রহমান স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ জুলাই) বিকালে ৬নং রমজাননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলার সোনাখালী-পাতড়াখোলা বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ১৪টি ঘোড়া অংশ নেয়। এর মধ্যে যশোর জেলার অভয়নগর উপজেলার ঘোড়া সোওয়ারি প্রথম স্থান অধিকার করে।
এই ঘোড়া দৌড় দেখতে দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও স্থানীয় যানবাহনে চড়ে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু সোনাখালী-পাতড়াখোলা বিলে উপস্থিত হন।
পরে রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাসসহ অন্যান্য অতিথিবৃন্দ ঘোড়া দৌড়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।