রাঙ্গুনিয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু


মোহাম্মদ ইদ্রিছ ( দক্ষিণ রাঙ্গুনিয়া প্রতিনিধি)

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পদুয়া ইউনিয়নে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে চন্দন বড়ুয়া (৪৭) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) বিকাল ২ টা ১৭ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চন্দন বড়ুয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া গ্রামের মনিন্দ্রা বড়ুয়ার ছেলে।
স্থানীয় প্রতক্ষ্যদর্শী  রানু আকতার জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হলে গরু বাড়িতে নিয়ে আসতে মাঠে যান চন্দন বড়ুয়া। এসময় সেখানে বজ্রপাত হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, পুলিশ ও স্থানীয় জনগণের কাছ থেকে তদন্তে জানা যায় যে,মাঠে গরু আনতে গেলে সেখানেই বজ্রপাতে চন্দন বড়ুয়ার মৃত্যু হয়। উক্ত ব্যক্তির মৃত্যুর কারো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -