
স্বাধীন নিউজ ডেস্ক
আজ সকালে ঢাকার দক্ষিণখান এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশুপুত্র নিহত হয়েছেন।
তাদের বহনকারী একটি মাইক্রোবাস লেভেল ক্রসিংয়ে উঠে পড়লে এতে ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মাইকোর চালকের আসনে ছিলেন নিহত নারীর স্বামী।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।