রাজবাড়ীর পাংশায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আলামিন হোসেন শাকির
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে গলায় রশি পেচিয়ে ছবিয়া খাতুন (৩৫) নামে এক গৃহবধুর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ৮টার সময় গৃহবধূর লাশটি উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ।
নিহত গৃহবধূ ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মোঃ আবু তালেব প্রামাণিকের স্ত্রী।
প্রতিবেশীরা বলেন, ছবিয়ার মাথায় সমস্যা ছিল। আমরা কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে কোন প্রকার ঝরগা দেখিনি। গতকাল ছবিয়া রোজা ছিলেন এবং সন্ধ্যায় শবে বরাতের জন্য ঢেঁকিতে চাউলের গুড়ি তৈরি করেছে। গত রাতে আনুমানিক দুইটর দিকে ছবিয়া তার থাকার ঘর থেকে বের হয়ে তার মেয়েদের ঘরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
ছবিয়ার বড় মেয়ে মিম শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখে তার মা আড়ার সঙ্গে ঝুলছে। তখন সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। পরে তার বাবা আবু তালেব এসে ছবিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে তাৎক্ষণিক রশি কেটে নিচে নামিয়ে দেখে ছবিয়া মারা গিয়েছে।
সকালে প্রতিবেশীরা থানায় খবর দিলে  পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -