রাজবাড়ীর পাংশা উপজেলা আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস পালিত

আলামিন হোসেন শাকির
রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা উপজেলা আ’লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক (৭ই মার্চ) ভাষণ দিবস পালিত হয়েছে। ৭ই মার্চ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনার ও দোয়ার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা আ’লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ওহাব মন্ডল, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অতুর সরদার (ওদুদ) সহ আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -