রাজবাড়ীতে নিখোঁজের চারদিন পর পাট ক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

0
819
আলামিন হোসেন শাকির,
রাজবাড়ী প্রতিনিধিঃ
নিখোঁজের পাঁচদিন পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের একটি পাটক্ষেত থেকে কিশোর আকাশ খানের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ জুলাই) রাত ৯টার দিকে সাধারণ ডায়েরির তদন্তকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা গেছে। নিহত আকাশ খান বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মো. রাশেদুল খানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল (শনিবার) সকালে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে রাস্তায় বের হয়ে নিখোঁজ হয় আকাশ। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পায়নি আকাশ খানকে। পরদিন রোববার বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি করে আকাশের বাবা মো. রাশেদুল খান। সেই জিডির তদন্ত করতে গিয়ে জঙ্গল ইউনিয়নের পারুলিয়া পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের একটি সূত্র জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আকাশ খানকে হত্যা করা হতে পারে। তার নিকটতম ৩ থেকে ৪ জন বন্ধু তাকে হত্যা করেছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায়, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে। অসামিরা পুলিশের নজরদারিতে রয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে কিশোর আকাশের সন্ধানে কাজ শুরু করি। আজ রাত ৯টার দিকে নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ আগামীকাল ময়ানাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।