
আলামিন হোসেন শাকির
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদ্রাসার শিক্ষকদের অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত।
মঙ্গলবার ১২ জুলাই ১০ টায় দাখিল ব্যাচ ২০০৫ এর শিক্ষার্থীদের আয়োজনে চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদ্রাসায় এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার সুপার, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দস সাহেব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সভাপতি ও পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ, মেজর আলমগীর হোসেন, সরকারি কর্মকর্তা সামছুল হক, আব্দুল ছালাম খান ও গোলাম মোস্তফা আবু। অত্র মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, অত্র মাদ্রাসার বর্তমান ছাত্র-ছাত্রী ও ২০০৫ সালের ব্যাচের সকল ছাত্র-ছাত্রী প্রমুখ।
বিদায়কৃত শিক্ষকবৃন্দ হলেন, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী আকবর, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, সহকারী মৌলভী মরহুম মাওলানা আব্দুল ওহাব, সহকারী মৌলভী মাওলানা আশরাফুল ইসলাম।