রাজশাহী ব্যুরো
প্রচন্ড তাপাদহের পর রবিবার বিকেলে রাজশাহী উপর দিয়ে বয়ে যায় ধূলিঝড়। পদ্মার মরা চর থেকে ভেসে আসে বালি। পুরো আকাশ ছেয়ে যায় ধুলো বালিতে। ঘন্টা দুয়েকের ধুলিঝড়ে ভেঙ্গেছে ঘর, বাড়ি, সড়কবাতি, বিলবোর্ড, বিদ্যুতের খুটি। বন্ধ হয়ে যায় বিদ্যুত সরবরাহ ব্যবস্থা। ঝড়ে পড়েছে প্রচুর আম লিচুর গুটি। কোথাও কোথাও বৃষ্টি নামলেও সাথে ছিল। ফলে আম লিচুর ক্ষতি আরো বাড়ে। রাত্রে আবহাওয়া অফিস বলছে, রোববারের ধূলিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার। ৫০ থেকে ৬৫ এর মধ্যে ওঠানামা করছিল ঝড়ের গতিবেগ। ঝড় শুরুর পর বিকেল পৌনে চারটা থেকে রাত আটটা পর্যন্ত রাজশাহী মহানগরীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
ফলে পানি সরবরাহ ব্যবস্থায় বিঘœ ঘটে। লকডাউনের আগে কিছু কেনাকাটা করতে যারা বাজারে এসেছিল তারাও পড়ে বিপাকে। আম উৎপাদনের এলাকা বাঘা, চারঘাটে প্রচন্ড শিলাবৃষ্টি হয়। এতে আম লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।