
মিন্টু কান্তি নাথঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি মাতপস্ ওয়াল্ডের পক্ষ হতে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ২০ সদস্যের নব নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।
৩১শে মে বুধবার সকাল ১০ঘটিকার সময় নব নির্বাচিত সদস্যবৃন্দরা রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ,উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ও রাজস্থলী থানায় অফিসার ইনচার্জ জাকির হোসেন এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলি খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে।
সৌজন্য সাক্ষাতের সময় নবনির্বাচিত কমিটির তালিকা,সংগঠনের নীতিমালাসহ বিভিন্ন কার্যক্রমের লেখা সম্বলিত হার্ড কপি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি -নজরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি ঊ,কন্সালা ভিক্ষু(ভান্তে),সহ-সভাপতি সন্তোষ শীল, মোঃ নজুরুল ইসলাম ২,মোঃ কায়েস তালুকদার,সাধারণ সম্পাদক-মোঃ হাবীবুল্লাহ মিসবাহ, সহ-সাধারণ সম্পাদক মিন্টু কান্তি নাথ(সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক বিভু সেন,যুগ্ম সংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন, দপ্তর সম্পাদ উচ্চপ্রু মারমা,পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক রিটন দাশ,প্রচার সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক আব্দুর রহমান, ক্রাইম তদন্ত বিষয়ক সম্পাদক দিলীপ কুমার দাশ,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুসরাত জাহান নিশু, সহ-সম্পাদক হলানুয়াই মারমা,আইন ও সালিশ বিষয়ক সম্পাদক ক্রয় চি মং মারমা,সিনিয়র কার্যকরী সদস্য হাফিজুল, প্রদীপ কুমার দে,প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজস্থলী থানায় অফিসার এবং প্রেসক্লাবের সভাপতি সহ সকলেই বলেন সুবিধা বঞ্চিত,অবহেলিত পক্ষান্তরে নির্যাতিত মানব কুলের পক্ষে কাজ করে যাবেন,আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো।