রাজস্থলীতে মৎস্য জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন।

 

হারাধন কর্মকার রাজস্থলী।

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাপ্তাহিক ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে থেকে ২৪ শে জুলাই রবিবার সকাল ১০ ঘঠিকার সময় উপজেলা চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়। শুভযাত্রাটি রাজস্থলী উপজেলার উত্তর দক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা চেয়ারম্যানের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার প্রদানের আয়োজন করা হয় ।পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ৩ জন সফল মৎস্য চাষীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল ছাত্তার, অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন, ইউপি পরিষদ চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,পুচিংমং মারমা,আদোমং মারমা,হেডম্যান কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আলোচনা শেষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -