
হারাধন কর্মকার রাজস্থলী।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে রাজস্থলী উপজেলায় তিনটি ইউনিয়নে ২৫০জন প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ, দা,কোদাল কৃষি উপকরণ বিতরণ হয়েছে।গত ২৭শে জুন সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্পের উদ্যোগে উপজেলা শিল্প কলা কার্যালয়ে ঘিলাছড়ি,গাইন্দ্যা ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক প্রতিম দেওয়ান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,পুচিংমং মারমা প্রমুখ। এসময় উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।