
রাজস্থলী, চন্দ্রঘোনা, বান্দরবান প্রধান সড়কে চলাচল করেনি কোন প্রকার যানবাহন ।
হারাধন কর্মকার রাজস্থলী।
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের দাবিতে বাঙ্গালহালিয়া নাগরিক পরিষদের ডাকে রাজস্থলী, চন্দ্রঘোনা ও বান্দরবান সড়কে (মঙ্গলবার,বুধবার, ) ৩৬ঘন্টা ডাকা অবরোধের দ্বিতীয় দিন শান্তি পূর্ণ ভাবে পালিত হয়েছে।
কোন প্রকার যানবাহন চলাচল করেনি। রাজস্থলী উপজেলা সদর সাপ্তাহিক বাজার মেলেনি।
সাপ্তাহিক বুধবারের বাজারে দিনে গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন পায়ে হেঁটে বাজারে এসে নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করছে।
তবে সকাল থেকে রাজস্থলী বাজার,সদর এলাকা,বাঙ্গালহালিয়া বাজারের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের টহল জোরদার দেখা গেছে।
২১ শে ডিসেম্বর বুধবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডাকা সড়ক অবরোধ রাজস্থলী থেকে কোন প্রকার ছোট বড় যানবাহন চলাচল করতে দেখা যায় নি আন্দোলন কারীরা। রাজস্থলী উপজেলায় তিনটি বাজার সহ বিভিন্ন এলাকায় আন্দোলন কারীরা পিকেটিং করতে দেখা গেছে।
নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের দাবিতে আন্দোলনে কর্মসূচি আলোকে বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক কমিটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রাজস্থলী উপজেলা চত্বর ও বাঙ্গালহালিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছিল।
আন্দোলন কমিটির সভাপতি এমদাদুল হক মিলন বলেন শফিপুর এলাকায় বাসিন্দা সাবেক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে নিখোঁজ সালাউদ্দিন রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকায় নিখোঁজ হয়েছেন। দীর্ঘ ১৭ দিন অতিবাহিত হলেও এখনো তার কোন সন্ধান এখনো মিলেনি।
তাই নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধার না হওয়া পর্যন্ত নাগরিক কমিটির দিন দিন কঠোর কর্মসূচি হাতে নিবেন বলে জানান।
আন্দোলনের ৩য় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবার ৩৬ ঘন্টা সড়ক অবরোধের দ্বিতীয় দিনেও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বলে জানান।
রাজস্থলী থানার ওসি জাকির হোসেন বলেন রাজস্থলীতে সচেতন নাগরিক কমিটির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি শান্তি পূর্ণ ভাবে পালিত হয়েছে।
তবে নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের বিষয়টি জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক তাকে উদ্ধারের জন্য সকল প্রকার কুশল অবলম্বন করা হচ্ছে বলে জানান ।