ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে রাজনৈতিক ও সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময় সভা করেছেন নব যোগদানকৃত রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।
গত মঙ্গলবার ১৯সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার অফিসাস ক্লাবে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের কাছে রাজারহাট উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন সাংবাদিক ও উপজেলা আওয়ামীলীগ।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আখতারুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুর রহমান চাঁদ মন্ডল,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাবেরা সুলতানা হ্যাপি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদ রহমান ব্যাপারী,যুগ্ন সাধারণ সম্পাদক জাহানুর আলম সোহেল, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আব্দুর ওয়াহেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায়, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম,
উপজেলার তিনটি প্রেসক্লাবের মধ্যে বক্তব্য রাখে,রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন,রাজারহাট মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের কন্ঠ রাজারহাট উপজেলা প্রতিনিধি,হামিদুল ইসলাম,রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ রাজারহাট উপজেলা প্রতিনিধি,ইব্রাহিম আলম সবুজ সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় রাজারহাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্যঃ নবাগত ইউএনও কাবেরী রায় ৩৫ তম ব্যাচের প্রশাসন ক্যাডার ছিলেন। তিনি রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে গত বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।