Logo
সোমবার , ৬ নভেম্বর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আঞ্চলিক খবর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইতিহাস ও ঐতিহ্য
  8. উন্নয়ণ
  9. করোনা
  10. কৃষিবার্তা
  11. ক্যাম্পাস বার্তা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গণমাধ্যম
  15. গল্প ও কবিতা

রাজারহাটে হার্ভেস্টারের মাধ্যমে রোপা আমন ধান কর্তনের উদ্বোধন

প্রতিবেদক
admin
নভেম্বর ৬, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে সমলয়ে চাষাবাদ কার্যক্রমের কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে রোপা আমন ব্রিধান-৮৭ কর্তনের উদ্বোধন করা হয়। সোমবার ০৬ নভেম্বর সকাল ১১ঃ০০ঘটিকায় উপজেলার ছিনাই ইউপির ছত্রজিৎ কার্জ্জীপাড়া শ্মশান এলাকার মাঠে ১৫০ বিঘা সমলয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কর্তনের শুভ উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, ওসি মোঃ আব্দুল্লাহিল জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ আরফানুল আলম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কবি ও সিনিয়র সাংবাদিক সরকার অরুণ যদু প্রমুখ। এছাড়াও উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, স্থানীয় কৃষক ও কৃষাণীগণ উপস্থিত ছিলেন। ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছত্রজিৎ কাজ্জিপাড়া, মীরের বাড়ি ব্লকে সমলয়ে ১৫০ বিঘা জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্লক প্রদর্শনী বাস্তবায়ন করছে। রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী জানান, দেশে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনাতন নিয়মে চাষাবাদ করলে খাদ্যের উৎপাদন বাড়ানো সম্ভব নয় তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। টেকসই উন্নয়ন ও স্মার্ট কৃষিকে এগিয়ে নিতে কৃষিতে আরও উন্নত প্রযুক্তিতে কৃষি চাষাবাদ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে নানামুখী কর্মসূচী হাতে নিয়েছে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়সহ অতিথিবৃন্দ কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে মাঠে রোপা আমন ব্রিধান- ৮৭ কর্তন করার পদ্ধতি পরিদর্শন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রাণী।

সর্বশেষ - অপরাধ