সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি। ।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মৎস অফিসে ২৪ জুলাই থেকে জাতীয় মৎস সপ্তাহ পালন উপলক্ষে শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা মৎস অফিসার ও জাতীয় মৎস সপ্তাহ ‘২২ বাস্তবায়ন উপজেলা কমিটি, রাণীশংকৈল সদস্য সচিব রাকিবুল ইসলাম ও সহকারী মৎস্য অফিসার আব্দুল জলিল এ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে রাকিবুল ইসলাম লিখিত বক্তব্যে বাংলাদেশে মৎস সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই সাথে তিনি রাণীশংকৈল উপজেলার মৎস চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্যও দেন।উপজেলার মৎস সম্পদ উন্নয়নে জনগণকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে তিনি উপস্থিত সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সফিকুল ইসলাম শিল্পী