বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কুষ্টিয়া জেলা শাখার সদ্য প্রয়াত সভাপতি রাকিবুল হাসান রিকোর কবরে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন রাকিবুল হাসান রিকোর বড় ভাই শৈবাল আদিত্য, উক্ত সংগঠনের সম্মানিত সংগ্রামী সভাপতি রাহুল চৌধুরী শামীম, সুযোগ্য সাধারন সম্পাদক এমএ শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুর আলম, আবু বক্কর খান, কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক আবু স্বরাজ, কুমারখালী উপজেলা শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, সাধারন সম্পাদক এনামুল হক ইমন এবং প্রচার সম্পাদক হৃদয় কৃষ্ণ দাস।
তিনি বিাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ এর নবগঠিত কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাছাড়াও তিনি বিভিন্ন প্রকার সামাজিক সংগঠনের সাথে কাজ করে গেছেন সবসময়। বিভিন্ন দুর্যোগ, ও করোনার সময় ত্রান বিতরন, অসহায়দের খাবার, শীতবস্ত্র বিতরনসহ নানারকম সেচ্ছাসেবী কার্যক্রম এর সাথে জড়িত ছিলেন।