
স্বাধীন নিউজ ডেস্ক!
গত নভেম্বর মাসেই তীব্র ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল ইন্দোনেশিয়া। শত শত মানুষের মৃত্যু হয়েছিল, ধ্বংসস্তূপে পরিণত গিয়েছিল পশ্চিম জাভা।
সেই আতঙ্ক এখনও তাড়া করছে ইন্দোনেশিয়ার মানুষের মনে। তার মধ্যেই ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Earthquake Strikes in Indonesia)।
ভারতীয় সময় রাতে ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে ভূমিকম্প অনুভূত ভয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৭। ভূমিপৃষ্ট থেকে ৯৭ কিলোমিটার গভীরে এই কম্পনের উত্সস্থল।
প্রতিবেদন যখন লেখা হচ্ছে, রাত ১২টা পর্যন্তও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। যেহেতু কম্পনের মাত্রা অতি তীব্র ছিল তাই বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত নভম্বরে যে ভূমিকম্প দেখেছিল ইন্দোনেশিয়া তাতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ মারাত্মক ছিল। ১৫০-এর বেশি মানুষ মারা গিয়েছিলেন।
বাড়িঘর ভেঙে ধূলিসাত্ গিয়ে গিয়েছিল। সেই সময় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৬। তার থেকে এদিনের কম্পন আরও তীব্র।