দিপু আহসান (স্বাধীন নিউজ):-
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত সহ নেতৃবৃন্দের মুক্তি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে লালমনিরহাট জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত সহ নেতৃবৃন্দের মুক্তি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর প্রভাষক আতাউর রহমান এর নেতৃত্বে উক্ত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আবু তাহের, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান-লালমনিরহাট-২ আসনের নমিনি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, জেলা কর্মপরিষদ সদস্য ও পলাশী ইউনিয়ন চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল, সকল উপজেলা আমির সেক্রেটারি এবং ছাত্রশিবির জেলা সভাপতি শাহাজুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। মিছিল থেকে অবিলম্বে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি মেনে নিয়ে আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ সকল রাজনৈতিক নেতা কর্মীর মুক্তির জন্য সরকারের নিকট দাবী জানানো হয়।