লালমনিরহাট সদর উপজেলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা ড,তানভীর ফেরদৌস সাইদের অনুদানে দিনমজুর কে রিক্সা প্রদান।

 

মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটে ক্যান্সার আক্রান্ত কিশোরীর দিনমজুর পিতা কে রিক্সা প্রদান করা হলো কেন্দ্রীয় যুবলীগ নেতা ড,তানভীর ফেরদোস সাইদের অর্থায়নে।

বৃহস্পতিবার (২১জুলাই)লালমনিরহাট সদর উপজেলা মোগলহাট ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত কিশোরীর বাবাকে ব্যাটারি চালিত রিক্সা প্রদান করা হয়,কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও প্রয়াত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলালের পুত্র ড,তানভীর ফেরদৌস সাঈদের অর্থায়নে। লালমনিরহাট সদর আসনের প্রয়াত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলালের পুত্র ড,তানভীর ফেরদৌস সাঈদ,প্রয়াত পিতার সংসদীয় আসনের মানুষদের প্রতি ভালবাসার কারনে প্রতিবছর একাধিক রিক্সা বিতরন করে থাকেন। ইতিমধ্যে সদর উপজেলার ৫০টি পরিবারে পর্যায়ক্রমে একটি করে রিক্সা উপহার দিয়ে দুঃস্থ পরিবার গুলিকে স্বাবলম্বী করতে হাত বাড়িয়ে দিয়েছেন।

অধ্যাপক ড,তানভীর ফেরদৌস সাঈদ পেশায় একজন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটির অধ্যাপক।তার গবেষনা থেকে উদ্ভাবন বর্জ্য থেকে পানি শোধনে ওয়েটল্যান্ড বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়েছে।এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত রয়েছেন।তার মামা খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং গ্রীন সিটি খ্যাত রাজশাহীর সম্মানিত মেয়র।

ক্যান্সার আক্রান্ত কিশোরীর পিতা সাইফুল ইসলামের হাতে রিক্সা প্রদানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলার সভাপতি দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি এস,আর শরিফুল ইসলাম রতন,দৈনিক আজকের বসুন্ধরা জেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান, মোগল হাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহর রায়হান,ছাত্রলীগ নেতা সুজন বাদশা,সেচ্ছা সেবকলীগ মোগলহাট ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী,সাবেক সভাপতি শাহজাহান আলী মিন্টু,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বজলুর রশীদ,ইয়াছিন আলী,শফিকুল ইসলাম ও দৈনিক যুগের কন্ঠস্বর ও স্বাধীন নিউজ  প্রতিনিধি মোঃ আলম মিয়া প্রমুখ।

ক্যান্সার আক্রান্ত মেয়ের ব্যায়বহুল চিকিৎসার পাশা পাশি নদী ভাঙ্গনের করনে দিনমজুর সাইফুল নিঃস্ব, ড,তানভীর ফেরদৌস সাইদের অনুদানে রিক্সাটি পেয়ে বেঁচে থাকার একটি অবলম্বন পেয়েছেন এজন্য তার অত্যন্ত খুশী হয়েছেন বলে জানান।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -