লালমনিরহাট সদর উপজেলায় দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানদার কে মারধর 

 

মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটে দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে, দোকান ভাংচুর, লুটপাট, ও দোকানদারকে মারপিট করে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে ১৪ জুলাই রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত ৮ টার দিকে । লালমনিরহাট শহরের হাড়ীভাংগা বাজারের মুদি দোকান ব্যবসাহী আব্দুল লতিফ রিফাত পিতা আব্দুর রহিম এর নিকট দোকানের বকেয়া টাকা চাইলে, টাকা না দিয়ে দোকানদার লতিফ কে অকথ্য ভাষায়

গালিগালাজ করতে থাকে ইহাতে দোকানদার লতিফ গালিগালাজ করতে নিষেধ করলে আসামি রিফাত ক্ষিপ্ত হইয়া তার দলিয় ছেলেদের ডেকে দোকানে হামলা করে এবং দোকান ভাংচুর করে ও দোকানের ক্যাশ ডায়ার ভেঙে অনুমান ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয় এসম দোকানদার লতিফ এর ছেলে আব্দুল মালেক বাধা দিতে আসলে লতিফ ও ছেলে মালেকের উপর অর্তকৃত হামলা চালায়।বাজার চলা কালিন দোকান ভাংচুর, লুটপাট সহ লতিফ ও তার ছেলেকে এলোপাতাড়ি লোহার রড,ধারালো রামদা,ছুরি,ও কারেন্টএর তার দিয়ে মেরে রক্তাক্ত জখম করে। আসে পাশের লোকজন ছুটে আসলে তখন দ্রুত গতিতে সন্ত্রাসী রিফাত,কালাম,স্বপন,রফিকুল, মন্জুর আলম,নয়ন সহ অঞ্জাত আরো ১০/১২ জন

সন্ত্রাসী পালিয়ে যায়।দোকানদার লতিফ ও তার ছেলে আব্দুল মালেক রক্তাক্ত অবস্হায় মাটিতে লুটিয়ে পড়লে, লতিফের মেয়ে জান্নাতি সহ আরো অনেকে অটোরিকশা যোগে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান, লতিফের ছেলে গুরতর হওয়ায় তাকে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন,বর্তমানে দোকানদার লতিফ লালমনিরহাট সদর

হাসপাতালে ও তার ছেলে মালেক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে দোকানদার লতিফ বাদী হয়ে রিফাত সহ ৭ জনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সদর থানার এস,আই নুর আলম অভিযোগ পেয়ে ঘটনা স্হলে তদন্ত করেতে আসলে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগ খানা মামলা হিসাবে রেকর্ড করেন,যাহার মামলা নং-৩০/৩৯২ তারিখ ১৭ জুলাই ২০২২ সাং

আইনিজনতায় দলবদ্ধ হইয়া হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারন ও গুরতর জখম শ্লীলতাহানি, চুরি, ক্ষতিসাধন ও হুকুম দানের অপরাধ। এদিকে মামলার বাদী আব্দুল লতিফ দ্রুত আসামি গ্রেফতার করে আইনগত ব্যবস্হা গ্রহনের জন্য পুলিশ প্রশানের নিকট জোড় দাবি জানান।

মোঃ আলম, লালমনিরহাট

০১৮৮২১২৭৭৩০,  ২৪/০৭/২০২২

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -